‘জয় হো’র স্ট্রং ওপেনিং
দ্য রিপোর্ট ডেস্ক : সালমান খান অভিনীত ‘জয় হো’ সিনেমা ঘরে প্রবেশ করেছে শুক্রবার। প্রথমদিনের আয় ছবিটিকে ‘স্ট্রং ওপেনিং’ এর খেতাবে সম্মানিত করেছে। খবর দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ডটকমের।
জানা গেছে, ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পাওয়া ‘জয় হো’ ছবিটির কাহিনী এগিয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটকে উপজীব্য করে। প্রথমদিনে ছবিটির বক্স অফিস কালেকশন ছিল ৮০-১০০ ভাগ পর্যন্ত।
ভারতের অন্তত ৫০০০ পর্দায় মুক্তি পেয়েছে ‘জয় হো’। প্রথমদিনের আয় এরই মধ্যে ‘ধুম-থ্রি’কে ছাড়িয়ে গেছে। জানা যায়, ছবিটির প্রথমদিনের শহরকেন্দ্রিক আয়ের টার্গেট ছিল ৩০ কোটি রুপি। সংবাদ লেখা পর্যন্ত এই আয় দাঁড়ায় ৩০-৫০ কোটির মাঝামাঝি। প্রতিদিন সিনেপ্লেক্সগুলোতে সর্বোচ্চ শো’র ব্যবস্থা করা হয়েছে। সালমান সর্বশেষ ২০১২ সালে ‘দাবাং-টু’ নিয়ে পর্দায় হাজির হয়েছিলেন। তার দীর্ঘ বিরতি দর্শকদের হলমুখী করতে আগ্রহী করবে বলে মন্তব্য করেছেন কেউ কেউ।
বলিউড বিশ্লেষক কোমল নাহতা ‘বলিউড বিজনেস’-এ জানান ‘স্ট্রং ওপেনিং সপ্তাহ শেষে চলচ্চিত্রটিকে বাণিজ্যিক সাফল্যে উদ্ভাসিত করবে। প্রথমদিনের বক্স অফিসের আয় জানিয়ে দিচ্ছে সালমান ভক্তদের ভালোবাসার বহির্প্রকাশ।’
(দ্য রিপোর্ট/এআর/এপি/সা/জানুয়ারি ২৫, ২০১৪)