ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ২০১৩
এগিয়ে ‘ভাগ মিলখা ভাগ’
আদিত্য রুপু, দ্য রিপোর্ট : ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন শাখায় মেধাবীদের উৎসাহ দিতে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ‘৫৯তম আইডিয়া ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ২০১৩’। বলিউড পাড়ায় দেশটির সবচেয়ে বড় পুরস্কার হিসেবে গণ্য করা হয় ‘ফিল্ম ফেয়ার’কে। ইন্ডিয়ার স্বনামধন্য পত্রিকা ‘ফিল্ম ফেয়ার’ এটির আয়োজক। ৫৯তম আসরে এগিয়ে থাকা চলচ্চিত্রের নাম ‘ভাগ মিলখা ভাগ’। আছে ‘রাম-লীলা’ ও ‘দ্য লাঞ্চবক্স’ এর সাফল্যও।
‘ইন্ডিয়ান অস্কার’ হিসেবে খ্যাত ফিল্ম ফেয়ার পুরস্কারের এবারের আয়োজনটি উপস্থাপনা করেছেন বলিউড সুপারস্টার রনবীর কাপুর ও প্রিয়াংকা চোপড়া। সনি এন্টারটেইনমেন্ট-এর দর্শকেরা অনুষ্ঠানটি দেখতে পাবেন ২৬ জানুয়ারি রাত ৮.৩০ মিনিটে। টাইমস অব ইন্ডিয়ার সূত্র অনুযায়ী দ্য রিপোর্টের পাঠকদের জন্য ফিল্ম ফেয়ারের এবারের বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হল।
সেরা মুখ্য অভিনেতা : ফারহান আখতার (ভাগ মিলখা ভাগ)। সেরা মুখ্য অভিনেত্রী : দীপিকা পাডুকোন (রাম-লীলা)। সেরা চলচ্চিত্র : ভাগ মিলখা ভাগ। সেরা পরিচালক : রাকেশ ওমপ্রকাশ মেহরা (ভাগ মিলখা ভাগ)। সেরা পরিচালক (নতুন) : রিতেশ বাত্রা (দ্য লাঞ্চবক্স)। সেরা অভিনেতা (নতুন) : ধানুশ (রানঝানা)। সেরা অভিনেত্রী (নতুন) : বাণী কাপুর (শুদ্ধ দেশি রোমান্স)। সেরা চলচ্চিত্র (সমালোচক পুরস্কার) : দ্য লাঞ্চবক্স। সেরা অভিনেতা (সমালোচক পুরস্কার) : রাজকুমার রাও, শহিদ।
সেরা অভিনেত্রী (সমালোচক পুরস্কার) : শিল্পা শুকলা (বিএ পাশ)। দ্য সনি ট্রেন্ডসেটার : চেন্নাই এক্সপ্রেস। আজীবন সম্মাননা : তনুজা। সেরা ডায়লগ : সুবাস কাপুর, (জলি এলএলবি)। সেরা ক্রিনপ্লে অ্যাওয়ার্ড : চেতন ভাগাত, অভিষেক কাপুর, সুপ্রতিক সেন, পূবালী চৌধুরী (কাই পো ছে)। সেরা কাহিনী : সুবাস কাপুর (জলি এলএলবি)। সেরা অভিনেতা (পার্শ্বচরিত্র) : নওয়াজউদ্দিন সিদ্দিকী (দ্য লাঞ্চবক্স)। সেরা অভিনেত্রী (পার্শ্বচরিত্র) : সুপ্রিয়া পাঠক কাপুর (রাম-লীলা)।
সেরা লিরিকস : প্রসুন যোশী, জিন্দা (ভাগ মিলখা ভাগ)। সেরা সংগীত : জিৎ গাঙ্গুলি, মিঠুন ও অঙ্কিত তিওয়ারি (আশিকি-টু)। আরডি বর্মণ নতুন প্রতিভা অ্যাওয়ার্ড : সিদ্ধার্থ মহাদেবা। সেরা গায়ক (চলচ্চিত্র) : অরিজিৎ সিং (তুম হি হো, আশিকি-টু)। সেরা গায়িকা (চলচ্চিত্র) : মোনালি ঠাকুর (সাওয়ার লু, লুটেরা)। সেরা কোরিওগ্রাফার : সামির ও আরশ তান্না (লাহু মু লাগ গ্যায়ে, রাম-লীলা)।
সেরা আবহসংগীত : হিতেন সনিক (কাই পো ছে)। সেরা অ্যাকশন : থমাস স্ট্রুহার্স ও গুরু বচ্চন (ডি ডে)। সেরা চিত্রগ্রহণ : কমলজিৎ নেগী (মাদ্রাস ক্যাফে)। সেরা সম্পাদনা : আরিফ শেখ (ডি ডে)। সেরা প্রোডাকশন ডিজাইন : এক্রোপলিশ ডিজাইন (ভাগ মিলখা ভাগ)। সেরা সাউন্ড ডিজাইন : বিশ্বদীপ চ্যাটার্জি ও নীহাররঞ্জন সামার (মাদ্রাস ক্যাফে)। সেরা কস্টিউম : ডলি আলুওয়ালিয়া (ভাগ মিলখা ভাগ)। সেরা ভিএফএক্স : টাটা এলেক্সিস (ধুম থ্রি)
(দ্য রিপোর্ট/এআর/এপি/সা/জানুয়ারি ২৫, ২০১৪)