নারায়ণগঞ্জে নিখোঁজের ৬ দিন পর শ্রমিকের মৃতদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ সংবাদদাতা : ছয় দিন নিখোঁজ থাকার পর নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় এলাকা থেকে তরিকুল ইসলাম (২৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ভূঁইগড়ের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইয়া পেট্রোল পাম্পের পাশের একটি ডোবা থেকে শনিবার দুপুরে তরিকুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত তরিকুল নীলফামারীর ডিমলা থানার শোভনগঞ্জ গ্রামের ওসমান আলীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের একটি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, তরিকুল গত সোমবার থেকে নিখোঁজ ছিল। শনিবার সকালে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের আগে মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না।
(দ্য রিপোর্ট/এমএম/ডব্লিউএস/জেএম/সা/জানুয়ারি ২৫, ২০১৪)