দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে গত শুক্রবার ঢাকায় এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগের দিন বিশ্রাম নিয়ে শনিবার মিরপুরে অনুশীলন করেছে লঙ্কানরা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে দল নিয়ে কথা বলেছেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

স্বাগতিক দলের একক কোনো খেলোয়াড় নিয়ে আলাদা ভাবনা নেই শ্রীলঙ্কার। ম্যাথুসের ভাষ্য, ‘বিশেষ কারও দিকে আমাদের নজর নেই। আমরা মনে করি, দলের প্রতিটি খেলোয়াড়ই যে কোনো সময় ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারে। আমরা তাই পুরো বাংলাদেশ দল নিয়েই ভাবছি।’

পাকিস্তানের সঙ্গে খেলে আসা সিরিজ বিষয়ে অ্যাঞ্জেলো ম্যাথুস বলেছেন, আমরা দারুণ একটি সিরিজ খেলেছি। দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল সিরিজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার আগে আমরা আত্মবিশ্বাসী।’

বাংলাদেশ দল সম্পর্কে ম্যাথুসের মূল্যায়ন, ‘গত কয়েক সিরিজে বাংলাদেশ খুব দ্রুত উন্নতি করেছে। বেশ কয়েকজন পারফর্মার আছে দলে। আমরা বাংলাদেশ দলকে গুরুত্ব দিচ্ছি। বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের প্রত্যাশা করছি।’

বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে সম্যক ধারণা নিয়ে এসেছে শ্রীলঙ্কা দল। সুতরাং কন্ডিশন নিয়ে বিশেষ কোনো মাথা ব্যথা নেই লঙ্কান দলের অধিনায়কের।

শ্রীলঙ্কার সঙ্গে গত সিরিজে ভালোই খেলেছিল বাংলাদেশ। একটি টেস্ট হার ও একটি ড্র করেছিল বাংলাদেশ। বিষয়টি নিয়ে ম্যাথুস বলেছেন, ‘গত সিরিজে বাংলাদেশ ভালো খেললেও সিরিজ জিতেছিলাম আমরা। তবে এবার একটি নতুন সিরিজের আগে বাংলাদেশ অনেক প্রস্তুত। নিজেদের শেষ সিরিজে বাংলাদেশ ভালো খেলেছে। তাই সব কিছু নতুন করে ভাবতে হবে।’

(দ্য রিপোর্ট/এএস/সিজি/সা/জানুয়ারি ২৫, ২০১৪)