দ্য রির্পোট প্রতিবেদক : লেবার পার্টি চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শেখ হাসিনা গণতন্ত্র নয় বাকশালের চেতনায় বিশ্বাস করে। কথিত জাতির জনক নামধারী শেখ মুজিব গণতন্ত্রকামী জনগণের সঙ্গে বেঈমানী করে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বাকশাল কায়েম করে।

তিনি বলেন, কমরেড সিরাজ সিকদার, জহির রায়হানসহ ৩৮ হাজার দেশপ্রেমিক জাসদের নেতাকর্মীকে হত্যা করে ক্ষমতা চিরস্থায়ী করার অপচেষ্টা করে ব্যর্থ হয়েছে। মঈন-ফখরুদ্দিনের পাতানো নির্বাচনে ক্ষমতাশীন হয়ে লুটপাট ও প্রতিশোধের রাজনীতির মাধ্যমে দেশে আওয়ামী জাহিলিয়াত কায়েম করেছে।

রাজধানীর পল্টনে মেজর জলিল মিলনায়তনে বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ইরান বলেন, দিন বদলের স্লোগান দিয়ে ক্ষমতায় এসে ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দল নির্মূল অভিযানে নেমেছে। জনরোষের ভয়ে ক্ষমতা কুক্ষিগত করতে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার মুখে গণতন্ত্র, সংবাদপএের স্বাধীনতার কথা মানায় না। ২৫ জানুয়ারি ইতিহাসে কলঙ্কময় অধ্যায়। কেননা, শেখ মুজিব সবাইকে অবাক করে গণতন্ত্র হত্যা করেছিলেন। শেখ হাসিনা ডিজিটাল কায়দায় গণতন্ত্রের লেবাসে নব্য বাকশালী শাসন-শোষণ কায়েম করেছে। দেশে আজ চরম দুঃসময় চলছে।

নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ১৮ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশকে আওয়ামী জাহিলিয়াত মুক্ত করতে হবে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী ফরিদ উদ্দিন, এমদাদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফারুক রহমান, যুগ্ম-মহাসচিব এডভোকেট আমিনুল ইসলাম রাজু, মহানগর লেবার পার্টির সভাপতি শামসুদ্দিন পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদ খান, মহিলা সম্পাদিকা মিসেস শামিমা চৌধুরী, ছাত্র ফোরাম আহ্বায়ক কামরুল ইসলাম সুরুজ প্রমুখ।

(দ্য রির্পোট/এমএইচ/জেএম/সা/জানুয়ারি ২৫, ২০১৪)