‘অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় লড়তে হবে’
ফরিদপুর সংবাদদাতা : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় লড়তে হবে। তবেই ভিশন ২১ ও ৪১ বাস্তবায়িত হবে।’
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শনিবার দুপুরে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন তিনি। এ সময় জেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান।
আসাদুজ্জামান নূর বলেন, ‘বাংলাদেশকে পেছন দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সেই ষড়যন্ত্রের শিকার আমরা বার বার হচ্ছি। এ দেশে রাজাকার আল-বদরদের গাড়িতে জাতীয় পতাকা উড়িছে। যা অত্যন্ত লজ্জার বিষয়। এটা কেন হয়েছে, সেই দুর্বলতাগুলো খুঁজে বের করা দরকার।’
নূর বলেন, ‘অস্ত্র, বোমাবাজি, সন্ত্রাস আমাদের শক্তির উৎস্য নয়, জণগনই আমাদের শক্তির উৎস্য। এ জনগণকে নিয়েই বঙ্গবন্ধু পাকিস্তানীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।’
সাংস্কৃতিক চর্চা আরও বাড়াতে দেশের ৪০টি জেলায় উন্মুক্ত মঞ্চ তৈরি করা হবে বলেও জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সভাপতি আবুল ফয়েজ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান কুশল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আমিনুর রহমান ফরিদ।
এর আগে তিনি ফরিদপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/এসএইচ/এনডিএস/সা/জানুয়ারি ২৫, ২০১৪)