ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ৩ ডাকাত আটক
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে শনিবার বিকেলে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানা পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক তিনজন হলেন- সদর উপজেলার কোড্ডা গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. জসিম (২৮), ভাদুঘরের বাবুল মিয়ার ছেলে মো. শাহ আলম (২০) ও চট্রগ্রামের লোহাগড়া উপজেলার গরজনিয়াপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. মমিন মিয়া (২১), বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদরের বিয়াল্লিশ্বর গ্রামে বসবাস করতেন।
ওসি আব্দুর রব দ্য রিপোর্টকে জানান, শনিবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল এলাকায় ভাঙ্গা ব্রিজের নিচে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাদের অস্ত্রসহ আটক করে। এ সময় দুইটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল ও একটি গাছ কাটার করাতসহ ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
(দ্য রিপোর্ট/এসকে/এমএইচও/জেএম/জানুয়ারি ২৫, ২০১৪)