দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশের মেয়ে মাকসুদা আকতার প্রিয়তি হলেন আয়ারল্যান্ডের সুন্দরী। অনেকটা সিনেম্যাটিক হলেও ৭০০ প্রতিযোগিকে পিছনে ফেলে ২০১৪ সালের ‘মিজ আয়ারল্যান্ড পেজেন্ট’স হলেন তিনি। বিবাহিত মেয়েদের এই প্রতিযোগিতাটি আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয় ১১ জানুয়ারি।

‘মিজ আয়ারল্যান্ড পেজেন্ট’স হওয়ার পাশাপাশি ‘সুপার মডেল’ ও ‘মিজ ফটোজনিক’ খেতাব জয় করে নিয়েছেন প্রিয়তি।

ইউটিউবে প্রকাশিত হওয়া একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি অনেক আনন্দিত যে ‘মিজ আয়ারল্যান্ড’ হয়েছি। আমার জীবনে দুটি লক্ষ্য আছে। প্রথমটি আমি একজন পেশাদার এয়ারবেজ পাইলট হতে চাই। এটা আমার স্বপ্ন। দ্বিতীয়ত আমি আন্তর্জাতিকভাবে টপ মডেল হতে চাই।’

১৪ বছর বয়স থেকে মডেলিং ক্যারিয়ার শুরু করেন প্রিয়তি। আর এটা করেন শখের বশেই। আয়ারল্যান্ডে অবস্থান করছেন ১২ বছর ধরে। তার তিন ও চার বছরের দুই সন্তান রয়েছে। বর্তমানে তিনি ব্যবসায় ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করছেন।

বাংলাদেশের মেয়ে প্রিয়তি বলেন, ‘আমি আমার বাড়িকে অনেক মিস করি। বাংলাদেশকে অনেক মিস করি। আমি আসলে প্রতিবছরই বাংলাদেশে যেতে চাই। দেশের জন্য কিছু করতে চাই।’

‘মিজ আয়ারল্যান্ড’ হওয়ার কারণে আরও এগিয়ে গেলেন প্রিয়তি। তিনি ‘মিজ ইউনিভার্স’ প্রতিযোগিতায়ও অংশ নিতে পারবেন।

এদিকে ৪ ও ৫ এপ্রিল অনুষ্ঠেয় ‘টপ মডেল ইউকে’ প্রতিযোগিতায় চূড়ান্ত প্রতিযোগী হিসেবে জায়গা করে নিয়েছেন প্রিয়তি।

(দ্য রিপোর্ট/আইএফ/এপি/জানুয়ারি ২৫, ২০১৪)