মাইকেলের ভাস্কর্য উন্মোচনের মধ্যে দিয়ে মধুমেলা শুরু
যশোর সংবাদদাতা : মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯০তম জন্মদিন উপলক্ষে তার জন্মস্থান কেশবপুরের সাঁগরদাড়ির কপোতাক্ষ তীরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী মধুমেলা। সাগরদাঁড়ির আম্রকাননে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় মাইকেল মধুসূদন দত্তের ভাস্কর্য উন্মোচনের মধ্যে দিয়ে সপ্তাহব্যাপী মধুমেলা উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মাদ গাউস, অতিরুক্ত জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচএম আমীর হোসেন, পৌরমেয়র আব্দুস সামাদ বিশ্বাসসহ দেশের খ্যাতিমান কবি, সাহিত্যিকরা।
সপ্তাহব্যাপী মেলায় সববয়সী মানুষের বিনোদনের খোরাক যোগাচ্ছে যাত্রা, সার্কাস, নাগোরদোলা, রোপওয়ে, যাদু, মোটরসাইকেলের দুঃসাহসী ক্রীড়াশৈলী ‘মরণকূপ’ প্রভৃতি। সেই সঙ্গে রয়েছে মধুকবির জন্মভিটায় গড়ে তোলা ‘মধুপল্লী’ দর্শন। আর বিদগ্ধজনদের মনের খোরাক জোগাচ্ছে মেলামঞ্চে আয়োজিত প্রতিদিনের বিষয়ভিত্তিক আলোচনা। ইতোমধ্যে মেলায় নানা পণ্যের পসরা সাজানো দু’শতাধিক স্টল বসেছে। আগামী ৩১ জানুয়ারি শেষ হবে এ মেলা।
(দ্য রিপোর্ট/জেএম/এনডিএস/জানুয়ারি ২৫, ২০১৪)