লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে গুলিতে নিরাপত্তাকর্মী নিহত
দিরিপোর্ট২৪ ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীর গুলিতে ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) এক কর্মী নিহত ও ৬ জন আহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারীকে আহতাবস্থায় আটক করেছে পুলিশ।
লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের পুলিশ প্রধান প্যাট্রিক গ্যানন সাংবাদিকদের জানান, বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে একজন অজ্ঞাত বন্দুকধারী হামলা চালায়। এই প্রথম দায়িত্বরত অবস্থায় ট্রান্সপোর্ট সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কোনো কর্মী নিহত হয়েছেন বলে লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারসেটি জানান।
বন্দুকধারীর নাম পল অ্যানথনি সিয়ানসিয়া (২৩) বলে মার্কিন কেন্দ্রীয় সংস্থা এফবিআই জানায়। তিনি লস অ্যাঞ্জেলসেরই বাসিন্দা।
টিএসএ’র একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, পলের মুখে ও মাথায় গুলি লেগেছে। তবে, তার ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
নিউ জার্সিতে বসবাসরত পলের পরিবার জানিয়েছে, পল আত্মহত্যা করতে যাচ্ছেন বলে তাদের কাছে মোবাইল ফোনে টেক্সট ম্যাসেজ পাঠিয়েছিলেন।
এদিকে, এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম এই বিমানবন্দরের ৭৪৬টি ফ্লাইট পরিবর্তিত ও ৪৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
প্রেসিডেন্ট বারাক ওমাবা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সূত্র: বিবিসি
(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০২, ২০১৩)