আশুলিয়ায় পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
![](https://bangla.thereport24.com/article_images/2014/01/25/ashulia-garmentes-worker-de.jpg)
সাভার সংবাদদাতা : আশুলিয়ার জামগড়া থেকে শাহ আলম (২০) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করা হয়।
শাহ আলম টাঙ্গাইলের মধুপুর এলাকার নবাব হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় আবু সাঈদের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় হামীম গ্রুপের পোশাক কারখানায় আয়রনের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের পর থেকেই শাহ আলমের রুম ভেতর থেকে বন্ধ থাকায় স্থানীয়দের মনে সন্দেহ সৃষ্টি হয়। পরে সন্ধ্যার দিকে জানালা দিয়ে নিহতের ঝুলন্ত মরদেহটি দেখতে পেয়ে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/এনএইচ/এনডিএস/জানুয়ারি ২৫, ২০১৪)