নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক যুবকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আবদুস সালাম (২৫) উপজেলার মাহমুদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শরিফুল হক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শনিবার বিকেলে এ দণ্ডাদেশ দেন। এর আগে সকালে আরও দুই যুবককে কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শরিফুল হক জানান, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিল সালাম। বিষয়টি অভিভাবকরা জানানোর পর তদন্তে এর প্রমাণ মিলে। বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সালামকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এমএম/এনডিএস/জানুয়ারি ২৫, ২০১৪)