সাংবাদিক কিরণ সাহা আর নেই
দ্য রিপোর্ট প্রতিবেদক : সাংবাদিকদের প্রিয় মুখ, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাবেক সভাপতি ও ‘দৈনিক যুগান্তর’ এর যশোর ব্যুরো প্রধান সাহা কিরণ কুমার কঁচি (৬০) ওরফে কিরণ সাহা আর নেই।
হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার রাত ৯টা ৫০ মিনিটে যশোর ২৫০ শয্যা হাসপাতালের করোনারি ইউনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কর্মরত অবস্থায় দৈনিক যুগান্তরের যশোর ব্যুরোতে রাত সাড়ে ৮টায় তিনি হৃদরোগে আক্রান্ত হন।
তিনি স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যশোর শহরের পুরাতন কসবা কাজী পাড়ায় বসবাস করতেন তিনি। তার আদি নিবাস ফরিদপুর জেলার মোকসেদপুর উপজেলায়।
প্রবীণ সাংবাদিক কিরণ সাহার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কিরণ সাহার আত্মীয় ইন্দ্রজিৎ রায় দ্য রিপোর্টকে জানান, রবিবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।
তার অকাল মৃত্যুতে যশোরসহ সারাদেশের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান র্দীঘদিনের সহকর্মী ও আত্মীয়-স্বজনেরা। সাংবাদিক কিরণ সাহার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে দ্য রিপোর্ট পরিবার।
(দ্য রিপোর্ট/এম/এমএইচও/এমএআর/জানুয়ারি ০৬, ২০১৪)