সাতক্ষীরা সংবাদদাতা : জেলার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ২৫ কেজি (২ হাজার ১৯৩ ভরি) ভারতীয় রুপা উদ্ধার করেছে বিজিবি।

কলারোয়া উপজেলার সীমান্তবর্তী উত্তর ভাদিয়ালি গ্রামের সোনাই নদীর তীর থেকে শনিবার রাত ১০টায় এ রুপা উদ্ধার করা হয়।

বিজিবি-৩৮ এর অধিনায়ক লে. কর্নেল ইমাম আহসান দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী উত্তর ভাদিয়ালি গ্রামের সোনাই নদীর তীরে অভিযানে গেলে চোরাকারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়।

পরে বস্তা তল্লাশি করে ২৫ কেজি ৫০০ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করা হয়। উদ্ধার করা রুপার আনুমানিক মূল্য সাড়ে ২৮ লাখ টাকা বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএইচও/এমএআর/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)