সাতক্ষীরা সংবাদদাতা : জেলার কালীগঞ্জে লতিফ মোড়ল (২৫) ও ছিদ্দিকুর রহমান (২৬) নামের দুই শিবিরকর্মীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমেদ শনিবার রাত ৯টায় তাদের এ সাজা দেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আযম খান দ্য রিপোর্টকে জানান, শনিবার বিকেলে শিবিরকর্মী লতিফ মোড়ল ও ছিদ্দিকুর রহমানকে নাশকতার প্রস্তুতি নেওয়ার সময় আটক করা হয়।

পরে রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের এক বছর করে সাজা দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত শিবিরকর্মী লতিফ মোড়ল কালীগঞ্জ উপজেলার পূর্বনলতা গ্রামের হোসেন মোড়লের ছেলে ও ছিদ্দিকুর রহমান কাজলা গ্রামের আদর আলীর ছেলে।

(দ্য রিপোর্ট/এমআরইউ/এমএইচও/এমএআর/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)