সিরাজগঞ্জ সংবাদদাতা : বিকাশ পিনকোড জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগে দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মাদ সালাহউদ্দিন শনিবার দুপুরে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলমপুর গ্রামের মতিন সরকারের ছেলে জহুরুল ইসলাম (২৯) ও একই জেলার মুরাদনগর উপজেলার সাতনুরা গ্রামের নজরুল ইসলামের ছেলে মাহবুব হোসেন (৩০)।

সদর থানার উপ-পরিদর্শক আব্দুল বারীক দ্য রিপোর্টকে জানান, শুক্রবার সন্ধ্যায় শহরের কাজীপুর মোড়ে লিয়াকত হোসেনের (বিকাশ এজেন্ট) দোকানে ওই দুই যুবক বিকাশের গোপন পিনকোড নম্বর জালিয়াতির মাধ্যমে মোবাইল ফোন থেকে প্রায় ৫০ হাজার টাকা উত্তোলনের চেষ্টা করেন। বিকাশ এজেন্ট লিয়াকত হোসেনের বিষয়টি সন্দেহ হওয়ায় এবং টাকার গরমিল ধরা পড়ায় তাদের ধরে পুলিশে সোপর্দ করেন।

পরে শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এ দণ্ড দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/আরএ/এমএইচও/এমএআর/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)