প্রজাতন্ত্র দিবসের আগে কলকাতায় বোমা উদ্ধার
কলকাতা প্রতিনিধি : প্রজাতন্ত্র দিবসের আগের দিন শনিবার কলকাতার ৭২ নম্বর তপসিয়া রোডের একটি বাড়ি থেকে ২৫টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাড়িটিতে অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করে।
বাড়িটিতে বোমা বানানো হতো বলে প্রাথমিক অনুমান পুলিশের। ওই বাড়িটি ছাড়া এলাকার আর কোনো জায়গায় বোমা আছে কিনা, সে খোঁজে এলাকাজুড়ে শুরু হয়েছে জোর তল্লাশি। শুরু হয়েছে বাড়ির মালিকের খোঁজ।
কলকাতা পুলিশ জানায়, শনিবার সকালে একটি ফোন আসে থানায়। সেই সূত্র ধরেই বাড়িটিতে পৌঁছায় তপসিয়া থানা পুলিশ। ঘটনাস্থলে গিয়ে বাড়িটির ছাদ থেকে তাজা বোমাগুলো উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, একের পর এক কলকাতা শহরে বোমা উদ্ধারের ঘটনায় বেশ উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। প্রজাতন্ত্র দিবসের আগে শহরে এতগুলো বোমা উদ্ধারে সব থানাগুলোতে ইতোমধ্যে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার। বাড়িয়ে দেওয়া হয়েছে কলকাতা শহরের নিরাপত্তা।
রবিবার ভারতের ৬৫তম প্রজাতন্ত্র দিবস৷ ১৯৫০ সালের এই দিনে ভারতের সংবিধান রচনা হয়েছিল৷ তাই প্রতিবছর শ্রদ্ধা ও মান্যতা দিয়ে পালন করা হয় দিনটি।
(দ্য রিপোর্ট/কেএন/এমএআর/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)