কাওসার আজম ও মীর ফারুক, ইজতেমা ময়দান থেকে : বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। রবিবার ফজরের নামাজের পর তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এ নিয়ে এবারের ইজতেমায় অংশ নেওয়া মোট নয় মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন বিদেশি নাগরিক রয়েছেন।

ইজতেমা ময়দানের জিম্মাদার আলেম মাওলানা নাসির উদ্দিন তাদের মৃত্যুর বিষয়টি দ্য রিপোর্টকে জানান। তবে তিনি তাদের পরিচয় জানাতে পারেননি। শনিবার রাতে তারা মারা যান।

এর আগে শুক্রবার গভীর রাতে মারা যান আহমেদ আবদুল জরুন (৭০) নামের ইয়েমেনের এক নাগরিক। এ ছাড়া শুক্রবার গভীর রাতে মারা যান ময়মনসিংহের গফরগাঁও থানার শামসুদ্দিন (৬০) ও কুষ্টিয়া জেলার সদর থানার জিহাদ আলী (৬০)। মৃত অপর মুসল্লির পরিচয় জানা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার রাতে মারা যান ঢাকার কেরানীগঞ্জের মো. ওমর আলী (৪৮) ও সিরাজগঞ্জের বেলকুচি থানার মধ্য সেতোয়ালী গ্রামের আব্দুল মজিদ প্রামাণিক (৬৫)।

(দ্য রিপোর্ট/কেএ/এমএফ/এমএআর/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)