লিবিয়ায় উপজাতি সহিংসতায় নিহত ৮৮
দ্য রিপোর্ট ডেস্ক : লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শেবহা শহরে গত দুই সপ্তাহের উপজাতি সহিংসতায় অন্তত ৮৮ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন।
শেবহা শহরের প্রধান সরকারি হাসপাতালের পরিচালক আব্দুল্লাহ অহিদা শনিবার জানিয়েছেন, গত ১১ জানুয়ারি সহিংসতা শুরু হয় এবং শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ সব হতাহতের ঘটনা ঘটেছে।
তিনি বলেন, সহিংসতায় মৃতের সংখ্যা অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ জাতিগত সহিংসতায় হতাহতদের অনেককে শহরের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১১ জানুয়ারি আওলাদ সুলায়মান ও অন-আরব তোবো উপজাতির মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং ওই দিনই নিহত হয় ১৯ জন। সংঘর্ষের জন্য আরব উপজাতি আওলাদ সুলায়মান প্রতিদ্বন্দ্বী তোবো গোষ্ঠীকে দায়ী করেছে।
গত ১৮ জানুয়ারি লিবিয়ার জাতীয় সংসদ শেবহা শহরে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করে।
এর আগে, ২০১২ সালে উপজাতি গোষ্ঠী দুটির মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। যুদ্ধবিরতি চুক্তির পর এটাই হচ্ছে সবচেয়ে রক্তক্ষীয় সংঘর্ষ। খবর এএফপির।
(দ্য রিপোর্ট/এমএআর/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)