মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের সিঙ্গাইরে কালীমন্দিরে হামলা চালিয়ে দুটি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা কালীমন্দিরের কালীমূর্তি ও মহাদেবের মূর্তি ভাঙচুর করে। শনিবার রাতে উপজেলার শায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজার এলাকার মাঝিপাড়া কালীমন্দিরে এ ঘটনা ঘটে।

কালীমন্দির কমিটির সদস্য চন্দ্রা সাহা অভিযোগ করেন, শনিবার রাতে কালীপূজা চলাকালে কিছু ছেলে মদ খেয়ে পূজামণ্ডপে এসে মাতলামি করে। মাতলামির প্রতিবাদ করলে তারা দেখে নেওয়ার হুমকি দেয়। তারপর পূজা শেষে সবাই বাড়ি চলে যায়। সকালে এসে মন্দিরের তালা ভাঙা ও ভেতরের কালীমূর্তি ও মহাদেবের মাথা ভাঙচুর অবস্থায় পাওয়া যায়।

সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন সুলতানা দ্য রিপোর্টকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পুলিশ প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, কালীপূজা চলাকালে মদ খেয়ে মাতলামির প্রতিবাদ করার জন্যই এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এনইউ/এএস/এমডি/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)