সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তসংলগ্ন যাদুকাটা নদীতে বালুবোঝাই একটি নৌকা ডুবে যায়। নৌকার দুই বালু শ্রমিক নিখোঁজ রয়েছেন। রবিবার ভোর ৬টার দিকে যাদুকাটা নদীর সিনারকেট এলাকায় এ ঘটনা ঘটে।

বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বালুভর্তি নৌকায় দুই শ্রমিক ঘুমিয়ে পড়ে। নৌকায় পানি উঠে ভোররাতে দুই শ্রমিকসহ নৌকাটি নদীতে ডুবে যায়। এতে নৌকাসহ দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।

তাহিরপুর থানার (ওসি) আনিসুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসীর পাশাপাশি পুলিশও উদ্ধার অভিযান চালাচ্ছে।

(দ্য রিপোর্ট/আরএ/ইইউ/এএস/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)