গাজীপুর সংবাদদাতা : বিশ্ব ইজতেমা ময়দান জনসমুদ্রে পরিণত হয়েছে। ময়দানের আশপাশের বাড়িঘর ও ভবনগুলোতে ধর্মপ্রাণ মহিলারা অবস্থান নিয়েছেন।

ইজতেমা ময়দানের মূল বয়ানমঞ্চ থেকে চলছে হেদায়েতি বয়ান ও তাশকিল। বয়ান এবং তাশকিল পরিচালনা করছেন দিল্লির মাওলানা যোবায়েরুল হাসান। ৩০ লক্ষাধিক মুসল্লি আখেরি মোনাজাতের অপেক্ষা করছেন।

রবিবার বেলা ১১টার পর আল্লাহর দরবারে প্রার্থনা করবেন মাওলানা যোবায়েরুল হাসান।

বিশ্ব ইজতেমা ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে ফজরের নামাজের সময়ই। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে বিমানবন্দর আব্দুল্লাপুর পর্যন্ত মুসল্লিদের ভিড়।

অপরদিকে টঙ্গী-সিলেট বাইপাস সড়কের মীরেরবাজার পর্যন্ত এবাদতে মশগুল রয়েছেন মুসল্লিরা। এ ছাড়া সাভার, ধামরাই, মানিকগঞ্জ এলাকাজুড়ে ও আশুলিয়া-মিরপুর সংযোগ সড়ক পর্যন্ত অবস্থান নিয়েছেন লাখো মুসল্লি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এটলাস বাংলাদেশ লিমিটেড কারখানায় স্থাপিত মঞ্চে রয়েছেন। তাছাড়া মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আখেরি মোনাজাতে অংশগ্রহণের জন্য ইজতেমা এলাকায় রয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএফ/ইইউ/এএস/জানুয়ারি ২৬, ২০১৪)