সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ১৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে জগন্নাথপুর থানা পুলিশ ১০ জন, ধর্মপাশায় চারজন, সুনামগঞ্জ সদর মডেল থানায় তিনজন, বিশ্বম্ভরপুর থানায় একজন ও দোয়ারা থানা পুলিশ একজনকে গ্রেফতার করে।

সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/ইইউ/এএস/এএল/জানুয়ারি ২৬, ২০১৪)