বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মংলায় রুস্তুম আলী ফকির (৪৪) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে উপজেলার দিগরাজ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

রুস্তম আলী বুড়িরগঙ্গা ইউনিয়নের মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি বলে জানা গেছে।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/ইইউ/এএস/এএল/জানুয়ারি ২৬, ২০১৪)