সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পল্লীতে শাবানা বেগম (২৮) নামে এক গৃহবধূ গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। উপজেলার শ্রীপুর তরং গ্রামে রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

শাবানা তরং গ্রামের মোশারফ আখঞ্জির স্ত্রী। তার চারটি সন্তান রয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান খান দ্য রিপোর্টকে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তরং গ্রামের ইউপি সদস্য ফেরদৌস আলম আখঞ্জি বিষয়টি নিশ্চিত করে বলেন, তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

(দ্য রিপোর্ট/আরএআর/এফএস/এএস/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)