রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বিমানবন্দর এলাকায় শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় গোলচত্বর ফুটওভার ব্রিজের উত্তর পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আমিনুজ্জামান জানান, ফুটওভার ব্রিজের উত্তর পাশ থেকে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরনে ছিল হাফহাতা সাদা শার্ট ও নীল কালো চেক লুঙ্গি।
এদিকে পল্লবী এলাকা থেকে রাত ৩টায় হাবিবুর রহমান চৌধুরী নামের এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পল্লবী থানার উপ-পরিদর্শক আবদুল জব্বার সরদার জানান, রাত ২টায় টঙ্গী ইজতেমা শেষ করে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে পল্লবী থানার মিরপুর-১১ ব্র্যাক ব্যাংকের সামনে ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়। মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাবিবুর রহমান চৌধুরীর বাবার নাম মো. মফিজউদ্দিন চৌধুরী। মিরপুর-১০ আবু তালেব স্কুলসংলগ্ন বাসায় তিনি থাকতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার গোপালপুর গ্রামে।
(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমডি/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)