১০০ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত : যোগাযোগমন্ত্রী
দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন সরকার গঠনের ১০০ দিনের মধ্যে সারাদেশে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
সচিবালয়ে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের চুক্তি সম্পাদন অনুষ্ঠান শেষে রবিবার মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, বর্ষার আগেই সারাদেশে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত করা হবে। সরকারের ১০০ দিনের কর্মসূচির মধ্যে এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, এ ছাড়া মান্ধাতার আমলের অনেক যন্ত্রপাতি, গাড়ি ও ফেরি রয়েছে। এগুলো দিয়ে ঠিকভাবে কাজ করা যায় না। এ জন্য নতুন যন্ত্রপাতি, গাড়ি ও ফেরি কেনা হবে। এ বিষয়গুলোও ১০০ দিনের কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ সময় সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক এবং সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/আরএমএম/এমডি/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)