ওমেরা-পারলিন জাহাজীকরণ চুক্তি
দ্য রিপোর্ট প্রতিবেদক: মবিল যমুনার অঙ্গ প্রতিষ্ঠান ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড নিজ উদ্যোগে পারলিন ইন্টারন্যাশনালের সঙ্গে জাহাজীকরণ সংক্রান্ত চুক্তি করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ওমেরা পেট্রোলিয়ামের ৭৫ শতাংশ স্বত্বাধিকারী মবিল যমুনা ইপিসিসি (ইঞ্জিনিয়ারিং, প্রোকিউরমেন্ট, কনসট্রাকশন অ্যান্ড কমিশনিং) নামক এই চুক্তিটি অনুমোদন করেছে।
গত ২৩ জানুয়ারি স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ওমেরা পেট্রোলিয়াম ৩০০ টন এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) জাহাজে ওঠানো-নামানোর কাজ করবে। মোট ২৭ কোটি ৮৭ লাখ ৫০ হাজার ১০ টাকার এই চুক্তির মধ্যে বিদেশি মুদ্রার অনুপাত থাকবে ১৬ লাখ ৫০ হাজার ইউরো এবং দেশীয় মুদ্রার অংশ থাকবে ১০ কোটি ৫৫ লাখ টাকা।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এএল/জানুয়ারি ২৬, ২০১৪)