দ্য রিপোর্ট ডেস্ক : ৬৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে ভারত। এ উপলক্ষে দেশটির রাজধানী দিল্লিকে কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সশস্ত্র বাহিনীর ২০ হাজারেরও বেশি সদস্যকে নগরজুড়ে কঠোর নজরদারি করার জন্য নিযুক্ত করা হয়েছে।

ভারতের এই প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। দিল্লির ইন্ডিয়া গেট থেকে এই প্যারেড শুরু হবে। এতে নেতৃত্ব দেবেন দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রবিবার দিনব্যাপী ভারতের সামরিক ক্ষমতা ও সক্ষমতার নির্দেশক বিভিন্ন সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনীতে ভারতের নির্মিত হালকা যুদ্ধবিমান ‘তেজাস’ হবে প্রধান আকর্ষণ।

রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশপাশি দিল্লির পার্শ্ববর্তী প্রাদেশিক শহরগুলোতেও কঠোর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় ও রাজস্থানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়।

এদিকে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের আগে মনিপুর প্রদেশের রাজধানী ইম্ফলে একটি বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ডেপুটি কমিশনারের দফতরের কাছে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর এখনও নিশ্চিত হওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/এমএ/এমডি/শাহ/জানুয়ারি ২৬, ২০১৪)