সিরিজ নিয়েই ভাবছেন মুশফিক
দ্য রিপোর্ট প্রতিবেদক : নিয়মিত রান পাচ্ছেন মুশফিকুর রহিম। সে ধারাবাহিকতা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও ধরে রাখতে চান বাংলাদেশের অধিনায়ক। রবিবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এমন প্রত্যাশার কথাই শুনিয়েছেন তিনি। অতিথিদের বিপক্ষে সোমবার শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
আইসিসির খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা-সমালোচনা হলেও তা মাঠের খেলায় প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অধিনায়ক। তিনি বলেছেন, ‘নতুন বছরের প্রথম সিরিজ খেলতে নামছি আমরা। আমাদের জন্য এটা চ্যালেঞ্জই বলা যায়। তাই অন্য কিছু নয়; সিরিজই নিয়ে ভাবছি আমরা।’
দেশের মাটিতে কখনোই উইকেটের সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। প্রতিপক্ষ দলই বরং চাপ সৃষ্টি করেছে স্বাগতিকদের ওপর। তাই উইকেট নিয়ে চিন্তিত মুশফিক। অধিনায়কের ভাষ্য, ‘ভালো উইকেট তো চাই। স্পোর্টিং উইকেট প্রয়োজন ছিল। যে উইকেট বানানো হয়েছে, যারা ভালো সুযোগ নিতে পারবে। তারাই ভালো করবে।’
গত বছর শ্রীলঙ্কায় একটি টেস্ট ড্র করেছিল বাংলাদেশ। তাই ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা একটু বেশি। এ ব্যাপারে মুশফিক বলেছেন,‘ প্রত্যাশা ভালো খেলার। গত কয়েক বছর ধরে যে ধরনের ক্রিকেট খেলছি তার ধারাবাহিকতা ধরে রাখা। সেশন বাই সেশন ব্যাট করা। শেষ সিরিজে ওদের ওখানে আমরা ভালো খেলেছি। আমাদের ব্যাটিংটা ভালো হয়েছে। ওদেরও ভালো ব্যাটসম্যান আছে। সিরিজে স্পিন বোলিং নিয়ে দু’দলের মধ্যে চ্যালেঞ্জের সৃষ্টি হবে। স্পিন বোলারদের পাশাপাশি পেসারদের ভালো করতে হবে। টেস্টে ভালো করতে হলে পেস বোলারদের দ্রুত উইকেট নিতে হবে। তাদের ভালো করার দিকে আমরা তাকিয়ে আছি।’
বাংলাদেশের টেস্টে পুরাতন একটি সমস্যা রয়ে গেছে। প্রথম ইনিংসে ভালো করলেও দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারে না বাংলাদেশ। এ নিয়ে কী আপনারা বাড়তি কোনো কাজ করেছেন, এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেছেন, ‘প্রথম ইনিংসে সব সময় আমরা ভালো খেলি। কিন্তু দ্বিতীয় ইনিংসে উইকেটের আচরণের কারণে তা সব সময় হয়ে উঠে না। তা দ্বিতীয় ইনিংসে আশানুরূপ ফল আমরা পাই না। এ নিয়ে আমরা কাজ করছি। আমাদের পরিকল্পনা যথোপযুক্ত বাস্তবায়ন করতে পারলে ভালো কিছু সম্ভব।’
বাংলাদেশের বিপক্ষে সব সময়ই শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা সফল হয়েছে। বিশেষ করে সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে খুবই ভালো খেলে বাংলাদেশের বিপক্ষে। তাদের ওপর বাড়তি নজর দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে মুশফিক বলেছেন, ‘প্রতিটি দলেই কিছু সেরা ব্যাটস্যমান থাকে। তাদের নিয়ে আলাদা পরিকল্পনা সাজাতে হয়। সাঙ্গাকারা-মাহেলার মতো খেলোয়াড় ওদের দলে আছে। আমরা চেষ্টা করব তাদের যে দুর্বল দিকগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার। ওদের যত তাড়াতাড়ি সম্ভব আউট করতে পারলে, আমাদের জন্য ভালো হবে।’
ব্যাটসম্যান হিসেবে আপনার প্রত্যাশা কী এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘ভালো খেলার প্রত্যাশা অবশ্যই রয়েছে। যদি ভালো একটা শুরু এনে দিতে পারি তবে তা দলের জন্যও ভালো, আমার জন্যও। দলের জন্য আমার অবদান যতটুকু রাখা দরকার আমি চেষ্টা করব। আমি ভালো ইনিংস খেলতে চাই। দলের জয়ে অবদান রাখতে চাই।’
সোমবার মাঠে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। মূল একাদশ এখনও নির্ধারণ হয়নি। আগামীকাল সকালে মাঠে নামার আগে মূল একাদশ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন।
(দ্য রিপোর্ট/এএস/সিজি/সা/জানুয়ারি ২৬, ২০১৪)