দ্য রিপোর্ট প্রতিবেদক : স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন- ৩০ অনুযায়ী প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার এ ফান্ডের ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন বিকেল ৩টায় অনুষ্ঠেয় সভায় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে ফান্ড কর্তৃপক্ষ জানিয়েছে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ২৬, ২০১৪)