দ্য রিপোর্ট ডেস্ক : ‘ডার্টি পিকচার’ খ্যাত বিদ্যা বালান এ বছর পদ্মশ্রী পুরস্কার পেতে যাচ্ছেন। খবর বলিউডলাইফডটকমের।

জানা গেছে, সম্প্রতি বিদ্যা ভারতীয় চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন। ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে অভিনয় করে বিদ্যা বালান ২০১২ সালে জাতীয় পুরস্কার জয়ের পর সমালোচকদের দৃষ্টিতেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান।

গেল বছর বিদ্যা অভিনীত ‘ঘানচক্কর’ দর্শক-সমালোচকদের বিচারে উত্তীর্ণ হতে পারেনি। তবে শেষ ক’বছর বিদ্যার পারফর্মেন্স দর্শক-সমালোচকদের মাতিয়ে রেখেছিল- ‘পা’, ‘ইশকিয়া’, ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘কাহানি’ এবং ‘ডার্টি পিকচার’ ছবিগুলোয়।

বিদ্যা বালানের ক্যারিয়ার শুরু হয়েছিল টেলিভিশন শো ‘হাম পাঞ্চ’ দিয়ে। তারপর দীর্ঘ পথচলা। সবমিলিয়ে এই সম্মান প্রাপ্তির জন্য বিদ্যাকে উপযুক্ত হিসেবে বিবেচনা করা হয়েছে।

পদ্মশ্রী প্রাপ্তি প্রসঙ্গে বিদ্যা জানান, ‘আমার আগেও অনেকে পেয়েছেন এই সম্মান। তারা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে মেধা ও কর্মদক্ষতার স্বাক্ষর রেখেছেন। আমি এই সম্মানে ভূষিত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

এ বছরের মার্চ-এপ্রিল মাসে রাষ্ট্রপতি ভবনে বিদ্যা বালানের হাতে আনুষ্ঠানিভাবে এ পুরস্কার তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

(দ্য রিপোর্ট/এআর/সা/জানুয়ারি ২৬, ২০১৪)