‘বিজ্ঞাপনের অত্যাচারে দর্শক আগ্রহ হারিয়ে ফেলছে’
ইসহাক ফারুকী, দ্য রিপোর্ট : রবিবার চ্যানেল আইয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে তুষার খান অভিনীত ধারাবাহিক নাটক ‘মন ও চোরাগলি’। মানস পালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। দ্য রিপোর্টের সঙ্গে আলাপচারিতায় জানালেন তার বর্তমান ব্যস্ততার কথা।
দ্য রিপোর্ট : ‘মন ও চোরাগলি’ নাটকের কি খবর?
তুষার : ওটার শুটিং তো দেড় মাস আগে শেষ করে ফেলেছি। আর কোনো কাজ বাকি নেই।
দ্য রিপোর্ট : অন্য কোনো ধারাবাহিক নাটক করছেন না?
তুষার : কয়েকদিন আগে মামুন ভাইয়ের (মামুনুর রশিদ) একটি ১৩ পর্বের নাটকের শুটিং করলাম। তা ছাড়া চার-পাঁচটি ধারাবাহিক চলছে।
দ্য রিপোর্ট : ইদানীং ধারাবাহিকগুলো কতটুকু দর্শকপ্রিয়তা পাচ্ছে?
তুষার : ভালো নাটক তো হচ্ছেই। কিন্তু বিজ্ঞাপনের অত্যাচারে দর্শক আগ্রহ হারিয়ে ফেলছে।
দ্য রিপোর্ট : নাটক পরিচালনা করবেন না?
তুষার : অবশ্যই করব। মার্চে দুইটি নাটকের শুটিং শুরু করব। গল্প ভেবে রেখেছি।
দ্য রিপোর্ট : মঞ্চে তো সময় দেওয়া হচ্ছে না?
তুষার : খুব মিস করি ভাই। তবে সুযোগ পেলে দলের নাটক দেখতে যাই। দেখে ভাবি, ইস! আমি যদি নাটক করতে পারতাম?
দ্য রিপোর্ট : আপনি তো অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক। সংগঠনের কি অবস্থা?
তুষার : আমরা এ বছর বড় প্ল্যান করেছি। নূর ভাই (আসাদুজ্জামান নূর) তো মন্ত্রী হলেন। ওনাকে বলেছি। কিছু একটা করবোই। এখন বলতে চাইছি না।
(দ্য রিপোর্ট/আইএফ/সা/জানুয়ারি ২৬, ২০১৪)