দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে স্টেপলস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬৫তম গ্রামি (গ্রামোফোন) অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে এ বারের অ্যাওয়ার্ডে মনোনয়ন প্রাপ্ত দেশ-বিদেশের নাম করা সংগীতশিল্পী ও অভিনয় কলাকুশলীদের নামের তালিকা। দ্য রিপোর্ট পাঠকদের জন্য এবার অস্কারে সংগীত বিভাগে মনোনয়নপ্রাপ্ত তারকাদের নামের তালিকাটি তুলে ধরা হল।

বছরের সেরা অ্যালবাম

‘দ্য ব্লেসড আনরেস্ট’-সারা বেরেইলস

‘রেনডম অ্যাকসেস মেমোরিস’-ডাফ্ট পাঙ্ক

‘গুড কিড, এম.এ.এ.ডি সিটি’-ক্যানড্রিক লামার

‘দ্য হেইস্ট’-ম্যাক্লিমোর এন্ড রায়ান লুইস

‘রেড’-টেইলর সুইফট

বছরের সেরা রেকর্ড

‘গেট লাকি’- ডাফ্ট পাঙ্ক ফিচারিং প্যারেল উইলিয়ামস অ্যান্ড নিল রজার্স

‘রেডিও অ্যাক্টিভ’-ইমাজিন ড্রাগনস

‘রয়ালস’-লর্ড

‘লকড আউট অফ হিভেন’-ব্রুনো মার্স

‘ব্লুরেড লাইনস’- রবিন থিক ফিচারিং টি.আই. অ্যান্ড প্যারেল উইলিয়ামস

সেরা নতুন আর্টিস্ট

জেমস ব্লেইকস, ক্যানড্রিক লামার, ম্যাক্লিমোর অ্যান্ড রায়ান লুইস, কেসি মাসগ্রেভস, অ্যাডওয়ার্ড শিরান।

বছরের সেরা গান (গীতিকার অ্যাওয়ার্ড)

‘জাস্ট গিভ মি অ্যা রিজন’- জেভ ভাস্কর, পিঙ্ক অ্যান্ড নেট রুয়েস

‘লকড আউট অফ হিভেন’-ফিলিপ লরেন্স, অ্যারি লেভিন অ্যান্ড ব্রুনো মার্স

‘রোর’-লুকাজ গটওয়াল্ড, ম্যাক্স মার্টিন, বনি ম্যাকি, কেটি পেরি অ্যান্ড হেনরি ওয়াল্টার

‘রয়ালস’-জোয়েল লিটল অ্যান্ড ইলা ইলিচ ও’কনোর

‘সেম লাভ’-বেন হ্যাগার্টি, ম্যারি ল্যামবার্ট অ্যান্ড রায়ান লুইস

সেরা পপ ভোকাল অ্যালবাম

‘প্যারাডাইজ’-লানা ডেল রে

‘পিওর হিরোইন’-লর্ড

‘আনঅর্থোডক্স জুকেবক্স’- ব্রুনো মার্স

‘ব্লুরেড লাইনস’- রবিন থিক

‘দ্য ২০/২০ এক্সপেরিয়েন্স-দ্য কমপ্লিট এক্সপেরিয়েন্স’-জাস্টিন টিম্বারলেক

সেরা রক অ্যালবাম

‘১৩’-ব্ল্যাক সাবথ

‘দ্য নেক্স ডে’-ডেভিড বোয়ি

‘মেকানিক্যাল বুল’-কিংস অফ লিওন

‘সেলিব্রেশন ডে’-লেড জেপলিন

‘…লাইক ক্লকওয়ার্ড’-কুইনস অফ দ্য স্টোন এজ

‘সাইকেডেলিক ফিল’-নেইল ইয়াথ উইথ ক্রেজি হর্স

সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম

‘দ্য ওরস থিংস গেট’, দ্য হার্ডার আই ফাইট, দ্য হার্ডার আই ফাইট, দ্য মোর আই লাভ ইউ’-নিকো কেস

‘ট্রাবল উইল ফাইন্ড মি’-দ্য ন্যাশনাল

‘হেজিটেশন মার্কস’-নাইন ইঞ্চ নেইলস

‘লনরিজম’-টেম ইমপালা

‘মর্ডান ভেম্পায়ার অফ দ্য সিটি’-ভেম্পায়ার উইকয়েন্ড

সেরা আর অ্যান্ড বি অ্যালবাম

‘আর অ্যান্ড বি দিভাস’-ফেইথ ইভানস

‘গার্ল অন ফায়ার’-অ্যালিসিয়া কিস

‘লাভ ইন দ্য ফিউচার’-জন লিজেন্ড

‘বেটার’-ক্রিস্টি মিশেল

‘থ্রি কিংস’-টিজিটি

সেরা র‌্যাপ অ্যালবাম

‘নাথিং ওয়াস দ্য সেম’-ড্রেক

‘ম্যাগনা কার্টা…হলি গ্রেইল’-জে জেট

‘গুড কিড, এম.এ.এ.ডি সিটি’-ক্যানড্রিক লামার

‘দ্য হেইস্ট’-ম্যাক্লিমোর অ্যান্ড রায়ান লুইস

‘ইজুস’-ক্যানি ওয়েস্ট

দেশের সেরা অ্যালবাম

‘নাইট রেইন’-জ্যাসন আলদিন

‘টু লেনস অফ ফ্রিডম’-টিম ম্যাকগ্রো

‘সেইম ট্রেলার ডিফারেন্ট পার্ক’-ক্যাসি মাসগ্রেভস

‘বেইসড অন অ্যা ট্রু স্টোরি’-ব্লেইক শেলটন

‘রেড’- টেইলর সুইফট

অস্কার উপলক্ষে মনোনয়ন লাভকারী সকল সংগীত তারকাদের মনে শুরু হয়েছে উত্তেজনার ঝড়। আর এ ঝড়ের অবসান ঘটবে আগামী কাল রাতে। ততক্ষনে উত্তেজনার এ ঝড় আরও বেগবান হবে বলে আশা করা যাচ্ছে।

(দ্য রিপোর্ট/পিআর/সা/জানুয়ারি, ২৬,২০১৪)