দ্য রিপোর্ট ডেস্ক : কাবুলে আফগান সেনাবাহিনীর বাসে রবিবার আত্মঘাতী বোমা হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতের সংখ্যা অন্তত ২২। এ হামলা গত ১০ দিনে রাজধানীজুড়ে চলা সহিংসতাকে আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

কাবুল পুলিশের প্রধান মুখপাত্র হাসমত স্তানিকজাই হামলার বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে আরও দু’টি হামলা হয়েছে।

এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে তালেবানরা। ন্যাটোর নেতৃত্বাধীন সেনাদের তাড়াতেই এমন হামলা করছে তারা। (সূত্র: রয়টার্স)

(দ্য রিপোর্ট/আরজে/এমডি/সা/জানুয়ারি ২৬, ২০১৪)