‘যৌথ বাহিনীর অভিযান নিয়ে কমিশনের কিছু করার নেই’
দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, ‘যৌথ বাহিনীর দেশব্যাপী অভিযান চালানো বা রাজনৈতিক হত্যার ব্যাপারে কমিশনের কিছু করার নেই। এটা সরকারের নিজস্ব ব্যাপার। আমাদের কাজ নির্বাচন করা।’
নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কার্যালয়ে রবিবার বিকেল সাড়ে তিনটায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশে একটি সরকার রয়েছে। তারা তাদের নিয়মতান্ত্রিক কাজ করবে। আমাদের কাজে বাধা এলে বা যৌথ বাহিনীর অভিযান আমাদের কাজের সঙ্গে সাংঘর্ষিক হলে তখন আমরা এটা নিয়ে কথা বলব।’
উপজেলা নির্বাচনের পরিস্থিতি ভালো দাবি করে শাহনেওয়াজ বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য আমরা ধাপে ধাপে নির্বাচন করছি। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের পরিস্থিতি ভালো বলে জানিয়েছে।’
সামরিক বাহিনী কতদিন মাঠে থাকবে জানতে চাইলে তিনি বলেন, ‘সামরিক বাহিনী কতদিন মাঠে থাকবে সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। তবে পরিস্থিতি অনুযায়ী তাদের মাঠে রাখা হবে।’
উপজেলা নির্বাচন রাজনৈতিকভাবে হচ্ছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘উপজেলা নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন অরাজনৈতিক। এটাকে রাজনৈতিক বলার সুযোগ নেই। প্রার্থীরা নিজেদের দায়িত্বে মনোনয়নপত্র জমা দেন। তাদের রাজনৈতিক দলের রং দেওয়া বা রাজনৈতিক দোষে মনোনয়ন বাতিল করার কোনো আইনগত সুযোগ নেই।’
(দ্য রিপোর্ট/এমএস/এসকে/সা/জানুয়ারি ২৬, ২০১৪)