এপেক্স এডেলকি এখন এপেক্স ফুটওয়্যার
দ্য রিপোর্ট প্রতিবেদক : কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেছে এপেক্স এডেলকি ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ। এপেক্স এডেলকির নাম এখন থেকে এপেক্স ফুটওয়্যার লিমিটেড হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৮ জানুয়ারি থেকে নতুন নামে এ কোম্পানির শেয়ার লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ কোম্পানির ট্রেডিং কোড "APEXADELFT" এর পরিবর্তে "APEXFOOT" হবে। নাম এবং ট্রেডিং কোড ছাড়া কোম্পানির অন্য বিষয় অপরিবর্তিত থাকবে।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ২৬, ২০১৪)