দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রকৌশল খাতের পণ্য উৎপাদনের পরিবর্তে খাদ্য ও আনুষঙ্গিক খাতের পণ্য উৎপাদন করবে অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ এ কোম্পানির খাত পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৮ জানুয়ারি থেকে এ কোম্পানির খাত পরিবর্তন কার্যকর হবে। খাত পরিবর্তন ব্যতীত কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১৭ কোটি ৫০ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ২৬, ২০১৪)