সিলেটে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
সিলেট অফিস : সিলেট নগরীর খুলিয়া টুলা এলাকায় শেখ মো. সোহান ইসলাম নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকেল পৌনে ৩টায় এ ঘটনা ঘটে।
এসএমপি’র লামা বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্বৃত্তরা সোহানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে মৃতদেহটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’
সোহান নগরীর খুলিয়া টুলা নিলিমা ৫২/৪ বাসার তাজুল ইসলাম ও সাবেক কাউন্সিলর শাহানারা বেগম শানুর ছেলে।
(দ্য রিপোর্ট/এমজে/এফএস/এনডিএস/সা/জানুয়ারি ২৬, ২০১৪)