সিলেট অফিস : সিলেট বিশ্বনাথের সরিষপুর গ্রামের একটি কলোনি থেকে নুরুন নাহার (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ২টায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার পরকলা গ্রামের মৃত আবু তাহেরের মেয়ে। দীর্ঘদিন ধরে বিশ্বনাথে বসবাস করে আসছিলেন নুরুন নাহার।

দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) মারফত আলী জানান, ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

(দ্য রিপোর্ট/এমজে/এফএস/এনডিএস/সা/জানুয়ারি ২৬, ২০১৪)