বেঙ্গল উইন্ডসোরের অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ
দ্য রিপোর্ট প্রতিবেদক : অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধবার্ষিকে (জুলাই’১৩-ডিসেম্বর’১৩) এ কোম্পানির সমন্বিত (অঙ্গ প্রতিষ্ঠানের হিসেবসহ) কর পরবর্তী মুনাফা হয়েছে ৯ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা এবং সমন্বিত শেয়ারপ্রতি আয় ১.২৫ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৮ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা এবং ১.১৩ টাকা।
তবে বিগত তিন মাসে (অক্টোবর’১৩-ডিসেম্বর’১৩) এ কোম্পানির সমন্বিত কর পরবর্তী মুনাফা হয়েছে ৯১ লাখ টাকা এবং শেয়ারপ্রতি আয় হয়েছে ০.১২ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল যথাক্রমে ৫ কোটি ৪৫ লাখ ৮০ হাজার টাকা এবং ০.৭২ টাকা।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ২৬, ২০১৪)