শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ইউনিলিভারের অনুদান
দ্য রিপোর্ট প্রতিবেদক : শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে তিন কোটি ৫৯ লাখ টাকা দিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।
ইউনিলিভারের মহা-ব্যবস্থাপক (করপোরেট অ্যাফেয়ার্স) এস পারভেজ আহমেদ রবিবার সচিবালয়ের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নুর হাতে সমপরিমাণ অর্থের একটি চেক তুলে দেন।
এক বছরের লভ্যাংশের শূন্য দশমিক পাঁচ শতাংশ (আধা শতাংশ) অর্থ শ্রমিক কল্যাণে দান করা হয়েছে বলে মহা-ব্যবস্থাপক জানিয়েছেন। এক বছরের লভ্যাংশের চার শতাংশ অর্থ নিজ কোম্পানির শ্রমিকদের জন্য বরাদ্দ থাকে বলেও জানান তিনি।
এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার ও ইউনিলিভারের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/আরএমএম/এফএস/এনডিএস/সা/জানুয়ারি ২৬, ২০১৪)