নাটোর সংবাদদাতা : নাটোরের সিংড়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান ফজলার রহমানের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করছে ৫২ ইউনিয়নবাসী।

৫২টি ইউনিয়ন পরিষদে একযোগে রবিবার সকাল থেকে এ কর্মসূচি শুরু করে।

উল্লেখ্য, ১৮ জানুয়ারি বেলা ১২টার দিকে সিংড়ার সাঁওইল গ্রামে কতিপয় সন্ত্রাসী ফজলার রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলার ৫২টি ইউনিয়ন পরিষদে একযোগে ৭২ ঘণ্টার ধর্মঘট কর্মসূচি পালন করছে।

(দ্য রিপোর্ট/এনএস/ইইউ/এনডিএস/সা/জানুয়ারি ২৬, ২০১৪)