আবারও প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক
দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে আবারও নিয়োগ পেলেন তৌফিক-ই-এলাহী চৌধুরী। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ৬ জন।
আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক অন্য সুযোগ-সুবিধা পাবেন।
আগের মেয়াদের সরকারেও তৌফিক-ই-এলাহী প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ছিলেন। নির্বাচনকালীন সরকারের সময়ে বাদ পড়েন তিনি।
উল্লেখ্য, ১২ জানুয়ারি নতুন সরকার গঠিত হলে ওই দিনই প্রধানমন্ত্রীর চারজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টারা হলেন- রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/সা/জানুয়ারি ২৬, ২০১৪)