৫-০ নয়; ৪-১ শেষ সিরিজ
দ্য রিপোর্ট ডেস্ক : টেস্টের পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়েরও উৎসব করেছে অস্ট্রেলিয়া। একটু আক্ষেপ থাকতে পারে স্বাগতিকদের! টেস্টে ৫-০ তে সিরিজ জিতলেও ওয়ানডেতে তা হয়নি। ৪-১ ব্যবধানে শেষ হয়েছে সিরিজ। আর শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ৫ রানে হারিয়েছে ইংল্যান্ডকে।
আগে ব্যাট করে বড় স্কোর গড়তে পারেনি অস্ট্রেলিয়া। নির্ধারিত ওভারে ৯ উইকেটে তারা করেছিল ২১৭ রান। জর্জ বেইলি ৫৬, শন মার্শ ৩৬, ম্যাথু ওয়াডে ৩১ ও ফুকনার ২৭ রান করেছেন। ৩টি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড ও বেন স্টোকেস।
জবাবে এই রানও টপকাতে পারেনি ব্যাটিং খরায় থাকা ইংল্যান্ড। মাত্র ৫ রান দূরে থাকতেই গুটিয়ে গেছে সফরকারীরা। শুধু হাফসেঞ্চুরি করেছেন জো রুট। ৮৬ বল খেলে ৫৫ রান করেছেন তিনি।
রুট ছাড়া বাকি ব্যাটসম্যানদের কেউই সুবিধা করতে পারেননি। তাই লক্ষ্যে পৌঁছাতে পারেনি দলটি। যদিও সমান ৩৯ রান করে করেছিলেন অধিনায়ক অ্যালিস্টার কুক ও ইয়ন মর্গান। তারপরও হার এড়াতে পারেনি ইংল্যান্ড। এ জন্য শেষ ম্যাচে হেরে মলিন মুখেই মাঠ ছেড়েছে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ২১৭/৯ (ওভার ৫০)
ইংল্যান্ড : ২১২ (ওভার ৪৯.৪)
ফল : অস্ট্রেলিয়া ৫ রানে জয়ী
ম্যাচসেরা : জেমস ফুকনার (অস্ট্রেলিয়া)
সিরিজ সেরা : অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)
(দ্য রিপোর্ট/সিজি/সা/জানুয়ারি ২৬, ২০১৪)