শ্রমিক মৃত্যুর গুজবে টঙ্গীতে সড়ক অবরোধ, সংঘর্ষ
গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় এক নারী পোশাক শ্রমিকের মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছে শ্রমিকরা। এ সময় অবরোধকারীদের সঙ্গে কয়েকদফা পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে অবরোধকারীদের সড়ক থেকে হটিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা পর যানচলাচল শুরু হয়।
পুলিশ জানায়, টঙ্গীর মিলগেট এলাকার টপবটম কারখানার ওই নারী শ্রমিক শনিবার সকাল ৮টার দিকে কারখানায় যাচ্ছিলেন। এ সময় বিআরটিসির একটি বাস তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
বাসচাপায় শারমিনের মৃত্যু হয়েছে- এমন খবরে মিলগেট এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিক ও স্থানীয় জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এবং ঘাতক বাসসহ অন্তত ৮-১০টি গাড়ির কাচ ভাঙচুর করে।
পুলিশ ঘটনাস্থল থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চাইলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কামাল সরকার নামের এক পথচারী আহত হন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েকদফা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
(দিরিপোর্ট২৪/এএস/জেএম/নভেম্বর ০২, ২০১৩)