সাঁথিয়ায় তরুণীকে শ্বাসরোধ করে হত্যা
পাবনা সংবাদদাতা : পাবনার সাঁথিয়া উপজেলার ধোপাদহ সলঙ্গি গ্রামে অজ্ঞাতনামা এক তরুণীকে (১৮) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে পুলিশ ওই গ্রামের ইছামতি নদীর পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদ আলী জানান, দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ওসি আহাদ আলী আরও জানান, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না। তবে তার মৃত্যুর সঙ্গে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।
(দ্য রিপোর্ট/এসআর/এআইএম/এসবি/সা/জানুয়ারি ২৬, ২০১৪)