বগুড়া সংবাদদাতা : বগুড়ার মাটিডালি থেকে বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্রসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। আটকরা হলো- মাটিডালি উত্তরপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে সোহাগ(২০) এবং একই পাড়ার বাবলু শেখের ছেলে আবু হাসান(২১)।

বগুড়া সদর থানার ওসি এএইচএম ফয়জুর রহমান বলেন, রবিবার দুপুরে মাটিডালি এলাকার একটি গোপন স্থানে ৫জন বৈঠক করছিল। এ সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ তাদের ঘেরাও করে দুই যুবকে আটক করে। বাকি ৩জন দৌড়ে পালিয়ে যায়।

আটককৃতদের শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ধারালো অস্ত্র উদ্ধার করে। দুই যুবককে অস্ত্র আইনে গ্রেফতার দেখানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এএইচ/এপি/জানুয়ারি ২৬, ২০১৪)