দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের বঙ্গোপসাগরে পোর্ট ব্লেয়ারের কাছে রবিবার সন্ধ্যায় এক নৌকাডুবির ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে। নৌকাটিতে মোট ৪৫ জন যাত্রী ‍ছিল। খবর এনডিটিভির।

পর্যটকবাহী ‘অ্যাকুয়া মেরিন’ নামে ওই নৌকাটিতে তামিলনাড়ুর কাঞ্চিপুরমের ৩০ পর্যটক ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, বিকেল ৪টার দিকে নৌকাটি ডুবে যায়। এরপরই তাদের উদ্ধারে অভিযান চালানো হয়।

আন্দামান ও নিকোবরের গভর্নর একে সিং জানান, এ পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের পোর্ট ব্লেয়ারের জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিটিআই’র এক সূত্র জানিয়েছে, নৌকাটি ২৫ জন যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন ছিল। কিন্তু অতিরিক্ত যাত্রী ওঠানোয় এ দুর্ঘটনা ঘটে।

রাজ্যের গভর্নর একে সিং ইতোমধ্যে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া নিহতদের পরিবারকে এক লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দেকে কর্মতৎপরতার বিস্তারিত জানিয়েছেন সিং।

(দ্য রিপোর্ট/এসকে/এনআই/জানিুয়ারি ২৬, ২০১৪)