শ্রদ্ধা ভালবাসায় সিক্ত সাংবাদিক কচি
যশোর সংবাদদাতা : প্রেস ক্লাব যশোরের সদস্য ও দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান সাহা কিরণ কুমার কচির অন্ত্যেষ্টিক্রিয়া রবিবার দুপুরে ঝুমঝুমপুর মহাশ্মশাণে সম্পন্ন হয়েছে।
রবিবার দুপুর ১২টায় সাহা কিরণ কচির মরদেহ নিয়ে আসা হয় তার প্রিয় সংগঠন প্রেস ক্লাব যশোরে। সেখানে প্রথমে তাকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রেস ক্লাব যশোরের সহ-সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক আহসান কবীরসহ অন্যান্য নেতারা।
এরপর পর্যায়ক্রমে পুষ্পার্ঘ্য অর্পণ করে যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর সংবাদপত্র পরিষদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, দৈনিক গ্রামের কাগজ পরিবার, দৈনিক স্পন্দন পরিবার, লোকসমাজ পরিবার, দৈনিক সত্যপাঠ পরিবার, দৈনিক সমাজের কথা পরিবার, দৈনিক প্রজন্মের ভাবনা পরিবার, আওয়ামী লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ, আইডিইবি, জনউদ্যোগ, স্পন্দন সাংস্কৃতিক সংগঠন, প্রথম আলো বন্ধুসভা, চাঁদের হাট, সুরধ্বনি, সংবাদপত্র ফোরাম, কালেরকণ্ঠ শুভ সংঘ, জেলা পুজা উদযাপন পরিষদ, হোটেল রেস্টুরেন্ট ও মিষ্টি বেকারি কর্মচারী ইউনিয়ন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, সুরবিতান, ছাত্রলীগ, বিবর্তন যশোর, শেকড় যশোর, যুগান্তর স্বজন সমাবেশ, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, যশোর জেলা আইনজীবী সমিতি, নওয়াপাড়া প্রেস ক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা শিল্পকলা একাডেমি।
এ সময় প্রেস ক্লাবে পুষ্পার্ঘ্য অর্পণের পর কিরণ সাহার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় যশোর জেলা উদীচী কার্যালয়ে। এখানে তার মরদেহ সংগঠনের পতাকায় আচ্ছাদিত করা হয়। উদীচী কার্যালয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানায় যশোর পৌরসভা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা পরিষদ, ফিল্ম সোসাইটি, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং সদর উপজেলা আওয়ামী লীগ।
পরে সাহা কিরণ কচির মরদেহ নিয়ে যাওয়া হয় নীলগঞ্জ মহাশ্মশানে। এখানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
সাহা কিরণ কচি গত শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
এ দিকে সাহা কিরণ কচির মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছে প্রেস ক্লাব যশোর। এর মধ্যে রয়েছে কালোব্যাজ ধারণ, সংগঠনের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং শোক সভা।
বুধবার সকাল ১১টায় প্রেস ক্লাব যশোর মিলনায়তনে প্রেস ক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক ইউনিয়ন যশোরের যৌথ উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হবে।
(দ্য রিপোর্ট/জেএম/এআইএম/জানুয়ারি ২৬, ২০১৪)